ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কয়েকজনকে খালাস দিয়ে, কয়েকজনকে লঘু দণ্ড দিয়ে মূল আসামিদের বাঁচানোর চেষ্টা করেছে। এ রায় আমাদের প্রত্যাশা পূরণ করেনি; জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি।
বৃহস্পতিবার বিকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ইমরান বলেন, এটা খুবই অসম্পূর্ণ একটা রায়। কারণ যারা প্রধান আসামি তাদেরকেই খালাস দেয়া হয়েছে। যে আইনজীবীদের দ্বারা রায় ফাঁস করানো হয়েছে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তারা শুধু অর্থের বিনিময়ে কাজটা সম্পন্ন করেছেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার যে কথা আমরা বারবার বলে আসছি, সেটার গুরুত্ব কিন্তু এ রায়ের মধ্যদিয়ে প্রমাণিত হচ্ছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস এবং আইনজীবীসহ পাঁচজনকে কারাদণ্ড দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
রায় ফাঁসের মামলায় সাকার আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী আইনজীবী মেহেদী হাসান, ম্যানেজার একেএম মাহাবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীকে ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম