শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১০:১৩

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ জনের

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ জনের

নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়কপথে চলাচলের সময় দুর্ঘটনায় মারা গেছেন ৪২ জন। আহত হয়েছেন অন্তত ২০০ জন। হতাহতের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় ও স্কুলছাত্র, নারী ও শিশু।

পাবনা, দিনাজপুর, ময়মনসিংহ, পিরোজপুর, চট্টগ্রাম, বগুড়া, গাইবান্ধা, ভোলা, সৈয়দপুর, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, মাদারীপুর, মেহেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, সাভার, কিশোরগঞ্জ ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে।

পাবনা : সোমবার রাত ১০টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা টেবুনিয়ার দিকে যাওয়ার পথে সদর উপজেলার মজিদপুরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন এবং পাবনা হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহত দু’জনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকার শরীয়ত খান (৩০) ও পাবনা সদর উপজেলার জোতকলসা গ্রামের আবদুর রহিম (২৭)। এছাড়া বৃহস্পতিবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুরে কোচের ধাক্কায় নিহত হয় তুহিন নামের এক শিশু। সে জালালপুর নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।

দিনাজপুর : দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস বুধবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লার জাকির হোসেনের স্ত্রী ফারজানা (৪০) ও নতুনপাড়ার রুবেল হোসেনের শিশুপুত্র সায়েম নিহত হয়েছে। নিহত দুই পুরুষের পরিচয় মেলেনি। আহত হয়েছেন ৪২ জন। বিকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসার ব্যয় সরকার বহন করবে ঘোষণা দেন।

ভালুকা ও ঈশ্বরগঞ্জ : বৃহস্পতিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহরাবাড়িতে প্রাইভেটকার খাদে পড়ে দু’জন নিহত ও দু’জন আহত হন। ঘটনাস্থলে মারা যান ঢাকা রায়েরবাজারের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে হোসেন শহীদ সিদ্দিকী পলাশ (৩৫)। হাসপাতালে নেয়ার পথে ঢাকা লালবাগের আলী (৪০) মারা যান। আহত রাজিব ও সজীবকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কানানামপুর বাস স্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে ভৈরবগামী শ্যামছায়া বাসের চাপায় তিনি মারা যান। নিহত শাহাদাত আলী রবির (৭০) বাড়ি চরশংকর গাঙপাড়া গ্রামে।

মঠবাড়িয়া, কাউখালী ও নাজিরপুর (পিরোজপুর) : মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মাঝেরপুলে মাছ বোঝাই ট্রাকচাপায় বুধবার রাতে দিলীপ বৈরাগী (৪২) নামে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দিলীপ পিরোজপুরের জুজখোলা গ্রামের নিরোদ বৈরাগীর ছেলে। কাউখালীতে ঈদের দিন সকালে একটি মোটরসাইকেল ভাড়া নেয় সপ্তম শ্রেণীর ছাত্র রুবেল ও তার তিন বন্ধু। তারা ওই মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়কে ঘোরাঘুরি করে বিকালে দু’জনকে পাঙ্গাসিয়া বাজারে নামিয়ে দিয়ে রাসেলকে নিয়ে রুবেল বাড়ি ফিরছিল।

 এ সময় তারা উপজেলার বেকুটিয়া পাঙ্গাশিয়া সড়কের শংকরপুরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় রুবেল। তার বাবার নাম আবদুল কুদ্দুস হাওলাদার। গুরুতর আহত রাসেলকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুরে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। নাজিরপুর হাসপাতালসংলগ্ন স্ট্যান্ড থেকে ঢাকাগামী সেবা গ্রিন বাসের সঙ্গে লোকাল একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ও সীতাকুণ্ড : মঙ্গলবার রাতে নগরীর চকবাজারের দামপাড়া এমএম আলী রোড এলাকায় জিপের ধাক্কায় রিকশা আরোহী বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছেন। তার নাম ফাইয়াজ হক জাহিল (২১)। এ ঘটনায় আরেক আরোহী রায়হান ইসলাম নামে যুবক এবং রিকশাচালক আবদুল হামিন আহত হন। জাহিল রাজধানীর আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঈদ উপলক্ষে তারা ঘুরতে বের হন।

জিপটি মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এমএ মুনসুরের। তার ছেলে আবদুর রহমান জামি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। সীতাকুণ্ডে মিনিবাস-মালবাহী ট্রাকের সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার যাত্রী।। বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনাহাট পুরাতন টেম্পু স্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পলিনা নংমিন (৩০) ও মিনিবাসের হেলপার সমলাল চন্দ্র পাল (৪০)।

বগুড়া : শহরতলির সাবগ্রাম কুরশাপাড়া এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে বুধবার রাতে ভটভটি উল্টে বুলবুলি বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রামের রণবাঘা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোটরবাইকের ধাক্কায় সিয়াম হোসেন নামে প্রথম শ্রেণীর ছাত্র নিহত হয়। সিয়াম নন্দীগ্রামের রণবাঘার শহরকুড়ি গ্রামের হেলাল হোসেনের ছেলে।

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া ডাকঘর এলাকায় সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দু’জন নিহত ও ১৭ জন আহত হন। নিহতরা হলেন- দুখু মিয়া (২৭) ও মোর্শেদা বেগম (২৩)। দুখু মিয়া ফুলছড়ি থানা সদরের আহম্মেদ আলীর ছেলে এবং মোর্শেদা বেগম সদর উপজেলার খামারপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

ভোলা ও বোরহানউদ্দিন : বুধবার রাতে চরফ্যাশন সড়কের মনিরাম এলাকার বটতলায় যাত্রীবাহী বাস পদ্মা পরিবহনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত হন ইজিবাইকচালক মো. নূরে আলম ও ৬ দিনের এক শিশু। এ সময় আহত হন ৬ জন। আলমের বাড়ি লালমোহন উপজেলার দেবীরচরে। অপরদিকে ইলিশা সড়কে ইজিবাইকের চাপায় নিহত হয় সজীব নামে ৮ বছরের এক শিশু। একই সড়কে ইজিবাইক উল্টে আহত হন আরও ৫ জন।

সৈয়দপুর : সৈয়দপুরে রাস্তা পার হওয়ার সময় মিনিবাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের রাবেয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের সাতজান গ্রামের রাম মোহন রায়ের ছেলে অনন্ত কুমার রায় (২৬) ও সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খাতামধূপুর গ্রামের বুদা চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (২৪)।

ঝালকাঠি : বুধবার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষ্মণকাঠি গ্রাম থেকে রিকশাচালক জামাল রিকশায় স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে ঝালকাঠি যাচ্ছিলেন। এ সময় একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে রিকশারোহী ১০ বছরের শিশু মেহেদী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অন্যরা।

শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়ায় বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন ওরফে শাহাদাত (১৯) নামে কলেজছাত্র নিহত হন। নিহত ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে ও টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র। শাহাদাত মোটরসাইকেলে শিবগঞ্জ যাচ্ছিলেন।

বরিশাল : বরিশাল নগরীতে বুধবার রাতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মো. রিয়াজ (২২) নিহত হন। রিয়াজ বাকেরগঞ্জ উপজেলার বিরাঙ্গল এলাকার হেমায়েত তালুকদারের ছেলে। নগরীর রুপাতলী লিলি পাম্পের সামনে রিয়াজ তার গ্যাসচালিত অটোরিকশার লাইট মেরামত করছিলেন।

মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়ায় শাকুরা পরিবহনের একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঈদের আগের দিন সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাহিন সরদার, তিনি সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের খাদেম সরদারের ছেলে এবং সোহাগ মাতব্বর, তিনি মাদারীপুরের চর মস্তফাপুর গ্রামের আইয়ুব মাতুব্বরের ছেলে।

মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গাতে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক মোস্তফা আলী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আলমসাধুতে থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের নূর বকসের ছেলে।

গোপালপুর (টাঙ্গাইল) : বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নীলকমল চন্দ্রবর্মণ নামে স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন সে মারা যায়। নীলকমল নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গোয়ালপাড়া এলাকার বাচ্চুচন্দ্র বর্মণের একমাত্র ছেলে ও নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

এছাড়া বাইশকাইল তালুকদারপাড়া গ্রামের আকবর আলির ছেলে ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. রাসেল গোপালপুর পৌরশহরের ডুবাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অপরদিকে গোপালপুর-নলিন সড়কের হেমনগর ইউনিয়নের নতুন শিমলাপাড়ায় বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক বাবুল ভারারি (৪০) নিহত ও তিনজন আহত হন।

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া : সিরাজগঞ্জ সদর থানার পুলিশ কনস্টেবল আবু মুসা বুধবার সকালে পাবনার সাঁথিয়া থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ি সড়কের উল্লাপাড়া সড়ক ও জনপথ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাস ও অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাবলু এন্টারপ্রাইজের বাসের ছাদ থেকে পড়ে পাঁচ যাত্রী আহত হন। চিকিৎসাধীন এক যাত্রী দুপুরে মারা যান। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ ও নলকা-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার কুমাজপুরে বাসচাপায় শাহ জামাল (৪৬) নামে মোটরসাইকেল চালক নিহত হন। তিনি থানার দত্তকুশা গ্রামের মৃত করিম বক্সের ছেলে। এ সময় একই গ্রামের আবদুর রাজ্জাক কসাইয়ের ছেলে সুবল নামে এক আরোহী গুরুতর আহত হন। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পাঁচলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা অন্তত পাঁচ যাত্রী আহত হন।

নাটোর : বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গায় নসিমনের ধাক্কায় আলিফ নামে শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার ব্রহ্মপুর গ্রামের আজিজুল হকের ছেলে। আলিফ বাড়ির পার্শ্বে রাস্তায় খেলার সময় আহত হয়।
সাভার : আশুলিয়ার বাইপাইল থেকে খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়া বাজারে পৌঁছলে একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। এ সময় বাসে থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া আশুলিয়ার মড়াগাং এলাকায় ঈদের পরের দিন রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় আরও একজন নিহত হন।

কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের নিচে পড়ে মনিকা (৮) নামের বাসযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বাহাদিয়া হাইস্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জোরে ব্রেক করলে শিশুটি বাস থেকে পড়ে যায়। মনিকা একই এলাকার বাবুল মিয়ার মেয়ে এবং বাহাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

কুমিল্লা : বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা জামে মসজিদের পাশে সড়ক দুর্ঘটনায় তারেক ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্র চান্দিনার মহারং গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে। তিনি কুবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথমবর্ষের ছাত্র ছিলেন। তারেকসহ ৩ জন মোটরসাইকেলে উপজেলার নাওতলা এলাকার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি লেগুনা তাদের ধাক্কা দেয়। এতে তারেক, তার বড় ভাই তুহিন আহমেদ ও খালাতো ভাই তানভীর আহমেদ আহত হন। কুমেক হাসপাতালে নেয়ার পথে তারেক মারা যান। - যুগান্তর
১৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে