শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৪:২৪

পুনঃনিরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন

পুনঃনিরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন

নিউজ ডেস্ক : ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ শনিবার।  এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন পরীক্ষার্থী ।

এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২৫ জনে। প্রথমে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ১১০ জন।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৪২ হাজার ১৫১ জন প্রার্থী এক লাখ ২৬ হাজার ৩৪২টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।  

এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।  গ্রেড (ফল) পরিবর্তন হয়েছে এক হাজার নয়জনের।

এদিকে খাতা পুনঃনিরীক্ষায় যশোরে ১৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।  এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন এবং অকৃতকার্য ৩৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

শনিবার দুপুরে পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর ৩১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।

তিনি বলেন, খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।  এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন ও অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৩৯ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে