বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৫:০৬:২৩

খালেদা জিয়া কি আসল নকল চিনতে পারেন : সন্দেহ গয়েশ্বরের

খালেদা জিয়া কি আসল নকল চিনতে পারেন : সন্দেহ গয়েশ্বরের

নিউজ ডেস্ক : ‘ওয়ান- ইলেভেন’ না এলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো বুঝতে পারতেন না, রাজনীতিতে কে তার আসল বন্ধু, আর কে নকল। আসলে ‘ওয়ান-ইলেভেন’টা ছিল তার জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে আমাদের নেত্রী কি আসল নকল চিনতে পেরেছেন। মঙ্গলবার দুপুরে একথা এক শোকশোভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত প্রয়াত রাজনীতিবিদ হান্নান শাহ স্মরণে এক শোকসভায় তিনি এ কথা বলেন। আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে  বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মরহুম হান্নান শাহর পুত্র রিয়াজুল হান্নান, কে এম রকিবুল ইসলাম রিপন, ওলামা দলের শাহ মো. মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, গুম-খুন করে বর্তমান অবৈধ সরকার যে রাজত্ব করছে আমার মনে হয় কখন যেন হঠাৎ তা পড়ে যায়। কারণ এই সরকারের কোনো মৌলিক ফাউন্ডেশন নেই। বর্তমান সরকার ১/১১ ষড়যন্ত্রের ফসল দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১/১১ তে মইন উদ্দিন-ফখরুদ্দীন যে ষড়যন্ত্র করেছিলেন সেটা বাস্তবায়নে কাজ করছে বর্তমান ক্ষমতাসীন সরকার। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, বিএনপির পক্ষে ঝুঁকি নিয়ে প্রতিপক্ষকে আক্রমণাত্মক কথা বলতে কখনো কার্পণ্য বোধ করতেন না হান্নান শাহ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির জন্য কাজ করেছেন। যারা কিছু পাওয়ার আশায় আন্দোলন করে তাদের দ্বারা কখনো আন্দোলন সম্ভব নয়। হান্নান শাহ কখনো কিছু পাওয়ার জন্য আন্দোলন করেননি।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে