বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৭:২৭:০৭

‘দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই’

‘দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই’

ঢাকা : সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপগুলোতে পূজার প্রস্তুতি দেখে আমি সন্তুষ্ট। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়া হুমকি না থাকলেও পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ২২৬টি পূজামণ্ডপের মধ্যে ৮৮টিতে অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা দেবে ডিএমপি। এ সময় তিনি বলেন, মণ্ডপে কোনো ধরনের ব্যাগ বহন থেকে পুণ্যার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

আগামী শুক্রবার ষষ্ঠির মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় উৎসব শুরু হতে যাচ্ছে। সারাদেশে এবার ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। গতবছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।

৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে