নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমকে জড়িয়ে এমডি মিলন ইসলাম নামের আইডি থেকে মানহানি ও কটূক্তিকর লেখাসহ ছবি পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মো. মিলন হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। দুপুর আড়াইটার দিকে রাণীনগর উপজেলার আতাইকুলা বিশ্ব বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাণীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল্লাহিল জামান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আতাইকুলা বিশ্ববাঁধ এলাকায় প্রয়োজনীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে আরোও কয়েক জনের নাম আসায় তাদেরকেও গ্রেফতার চেষ্টা চলছে।
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস