বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫:৪৬

বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রীর অনশন

বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রীর অনশন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন রুমী খাতুন নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অবস্থান পালন করে ওই নারী।

এদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলি শেখ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আবদুল রাজ্জাকের মেয়ে রুমী খাতুনের সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে আজাদ হোসেনের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তাদের পুত্রসন্তান (দেড় বছর) হয়। পরে রুমীর স্বামী আজাদ জীবিকার তাগিদে ২০২৩ সালের ৭ নভেম্বর মালয়েশিয়াতে পাড়ি জমায়। এ সময় রুমী খাতুন সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বসবাস করতে থাকেন। এ অবস্থায় আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করতো। একপর্যায়ে আলিমের সঙ্গে রুমী খাতুনের সঙ্গে সর্স্পক গড়ে ওঠে। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এতে রুমী খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন রুমিকে ঘরে তোলেনি। এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি। এ নিয়ে একাধিক শালিসি বৈঠক হলেও কোন সুরহা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা রুমী খাতুন বিয়ের দাবিতে আলিমের বাড়িতে অনশন শুরু করেন। এ সময় রুমী খাতুনের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় আলিম।

মেয়ের বাবা আব্দুর রাজ্জাক বলেন, শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না। আমরা সঠিক বিচারের দাবি করছি। ছেলের চাচা হাকিম বলেন, আমিও এর সুষ্ঠু সমাধান চাই।

অন্তঃসত্ত্বা নারী রুমী খাতুন বলেন, বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি। আমি সঠিক বিচার চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে