বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৯:৪১:৫৩

কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কথা বদলাল বদরুল

কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কথা বদলাল বদরুল

নিউজ ডেস্ক: কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কথা বদলে ফেলল সিলেটে কলেজেছাত্রী খাদিজাকে কোপানো শাবি ছাত্রলীগ নেতা বদরুল। আদালতে নেয়ার আগে পুলিশের কাছে বদরুল স্বীকার করে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নার্গিসকে হত্যার উদ্দেশ্যে সে এলোপাথাড়ি কোপায়।
 
কিন্তু কয়েক ঘণ্টা পরই আদালতে ভিন্ন তথ্য দেয় সে। আদালতের সামনে নিজের বক্তব্যই বদলে ফেলে ছাত্রলীগের এই নেতা। আদালতের কাছে সে দাবি করে, খাদিজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এছাড়াও, আরও কয়েক ক্ষেত্রে আদালতে মিথ্যাচার করেছে সে।

উল্লেখ্য, গত সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষবর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।
 
এ সময় সে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। এতে খাদিজা মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে খাদিজার সহপাঠী ও স্থানীয়রা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
এদিকে, খাদিজার উপর হামলার কথা স্বীকার করে গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল। সে ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
০৬ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে