নিউজ ডেস্ক : বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারীর বিচার। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন এই তথ্য।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পশুত্বের বিরুদ্ধে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর পরিচয় কোনো দলের নয়। আমাদের মধ্যে মানবিক মূল্যবোধকে জাগাতে হবে। রাস্তায় একটি মেয়েকে কুপিয়ে আহত করছে কিন্তু আমরা কেউ এগিয়ে না গিয়ে ভিডিও ধারণ করি। এই যে মানুষিকতা, তার পরিবর্তন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, রাজনসহ এ ধরণের মামলার বিচার কিন্তু হয়েছে। মিথ্যা অপপ্রচার না করে বর্তমান সরকার বিচার করছে এটি স্বীকার করুন।
৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর