শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০৫:২৬:৫১

‘ছাত্রলীগের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

‘ছাত্রলীগের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

নিউজ ডেস্ক: ছাত্রলীগের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, 'দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যেন দলীয় কার্যালয় গড়ে তুলেছে ছাত্রলীগ। প্রতিনিয়ত টেন্ডারবাজি, লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যসহ সারাদেশে তারা নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।'

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা পরিষদ আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, 'গণতন্ত্রহীনতার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচারা দিয়ে উঠেছে। দেশে যদি জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার থাকতো তাহলে এই সকল সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে উঠতে পারতো না।'

ড. মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার একতরফাভাবে নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, 'অতীতে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে ওইসব দলের সদস্যদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি গঠনের নামে আরেকটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠনের পায়তারা চলছে।'

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন না দিলে দেশবাসী মেনে নিবে না। একতরফা নির্বাচন হলে সেই ২০১৪ সালের ৫ জানুয়ারির মতোই ভোটারবিহীন নির্বাচন হবে।'

প্রয়াত নেতা আসম হান্নান শাহের স্মৃতিচারণ করে বিএনপি এ নেতা বলেন, 'হান্নান শাহ ছিলেন জাতীয়তাবাদী শক্তির স্তম্ভ। বিএনপি যখনই বিপদ পড়েছে তখনই হান্নান শাহ সামনে দাঁড়িয়েছেন। আজকের দিনে হান্নান শাহের মতো নেতার প্রয়োজন রয়েছে।'
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে