শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০৬:০১:৩৯

৭২ ঘণ্টার মধ্যে খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: ইনু

৭২ ঘণ্টার মধ্যে খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: ইনু

নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়াকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুম-খুনের তালিকা দিতে হবে, অন্যথায় তিনি মাফ পাবেন না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকায় নতুন রাস্তা উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা করছে একথা সঠিক নয়। এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয়, এটা তার বোঝা উচিত। উনি যদি না বুঝে থাকেন, সেটা তার ভুল। আর ভুলের মাশুল তাকে দিতেই হবে।

ইনু বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন। কিন্ত তারা পার পায়নি। বেগম খালেদা জিয়াও পার পাবেন না। তিনি বাংলাদেশের জমিদার নন।

এসময় জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে