নিউজ ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ৪৩তম বিজিবি-বিএসএফ ডিজি সম্মেলন। সম্মেলন শেষে দেশে ফেরার পর বিজিবি হেডকোয়ার্টারে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের।
এখানে বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বক্তব্য রাখেন। এখানে তিনি বলেন, স্থল সীমান্তে মানুষ হত্যা আগের চেয়ে অনেক কমেছে।
তিনি জানান, অচিরেই ২৮২ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হবে। শুরুতেই সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, স্থল সীমান্ত দিয়ে পশু চোরাচালন বন্ধ না করা গেলে সীমান্ত হত্যা শূণ্যের কোঠায় নামিয়ে আনা কষ্টকর।
ভারত এবং মিয়ানমারের সাথে দেশের ৯৫০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অংশ হিসেবে খুব শীঘ্রই টেকনাফ থেকে ২৮২ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হবে।
৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর