নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা জানাতে আরো সময় চেয়েছেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
খাদিজার মামা মো. আবদুল বাসেদ বলেন, খাদিজার অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা.এ এম রেজাউস সাত্তার তাদেরকে জানিয়েছেন তার পরিস্থিতি জানার জন্য আরো সময় দরকার।
এদিকে স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমুদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি, তাই আশা করা হচ্ছে কিছুটা ইতিবাচক। আজকের দিনটি দেখে শনিবার সকালে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।খাদিজার ভাই শাহীন চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, খাদিজার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার ডান পা নড়াচড়া করতে দেখা গেছে।
উল্লেখ্য, সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আশঙ্কাজনক অবস্থায় খাদিজা আক্তার নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক অস্ত্রোপচার শেষে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। খাদিজার শরীরের বিভিন্ন স্থানে কোপানোর দাগ রয়েছে। তবে মাথার আঘাতটি গুরুতর। সেখানে তার ব্রেন ইনজুরি হয়েছে।
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি