নিউজ ডেস্ক: জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মোজহারুল হক টুলু মারা গেছেন। তিনি দলটির অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন। শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে জাসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রথম কমিটির দফতর সম্পাদক ছিলেন টুলু। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
শুক্রবার জুমার পর গুলশান আযাদ মসজিদে জানাজার পর দলীয় নেতারা টুলুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অন্যদের মধ্যে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, উপদেষ্টা কমিটির সদস্য শহীদুল ইসলাম, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন,
জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক শহীদুল কবীর বিপুল, জাতীয় কৃষক জোটের জনসংযোগ বিষয়ক সম্পাদক মোফাক খারুল তৌফিক, ঢাকা মহানগর জাসদ নেতা মাজিদুল ইসলাম পাপেল উপস্থিত ছিলেন। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি