নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ (ট্রাক) ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হুমাইয়রা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার প্রবাসী শামসুল আলমের ছেলে। এ ঘটনায় তার দুই ছেলে ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। আহতদের কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মহাসড়কের কক্সবাজার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রশিদনগর ইউনিয়নের ইউপি সদস্য বজল আহমদ জানান, সিএনজিটি সদরের ঈদগাঁও থেকে আসছিল।
পথিমথ্যে সড়কের পানিরছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ (ট্রাক) ওই সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় হুমায়রা বেগম। এসময় গুরুতর আহত হয় তার দুই ছেলে ৩ মাস বয়সী মিজবাহ ও রিয়াম (২) এবং সিএনজিচালক মনছুর আলম (৩৫)। তার বাড়ি ভারুয়াখালী ইউনিয়নের চান্দের পাড়া এলাকায়।
তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ঘাতক পিকআপটি জব্দ করে। এসময় ড্রাইভারকেও আটক করা হয়। পরে গাড়ি ও ড্রাইভারকে রামু তুলাতলি হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার। তবে এটি তার এলাকা নয় বলে দাবি করেন।
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস