নিউজ ডেস্ক : রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস চোখ খুলেছেন। এর আগে ডান হাত ও ডান পা নাড়িয়েছেন তিনি।
শনিবার দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার। ড. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন খাদিজা।
খাদিজার শারীরিক অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর