নিউজ ডেস্ক : গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী মেজর (বরখাস্ত) জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
গাজীপুর ও টাঙ্গাইলের জঙ্গিদের আরো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিলো বলেও জানান তিনি।
গাজীপুর শহরের হাড়িনালের একটি বাড়িতে শনিবার সকালে অভিযান চালায় র্যাব। অভিযানে ২ জঙ্গি নিহত হয়। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।
ওই বাড়ির অভিযান শেষ হতেই, চার সহযোগীসহ নিউ জেএমবির ঢাকা বিভাগীয় প্রধান আত্মগোপনে রয়েছে এমন তথ্যে গাজীপুরের পাতারটেক-এর একটি বাসায় অভিযান শুরু করেছে রোয়াট। এখনও অব্যাহত রয়েছে সেখানে অভিযান।
শনিবার সকালে টাঙ্গাইলের কাগমারা মির্জাঘাটেও পুলিশের সাথে জঙ্গিদের গোলাগুলি হয়েছে। সেখানেও নিহত হয়েছে ২ জঙ্গি।
১ জুলাই গুলশানের হলে আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর থেকেই জঙ্গি নির্মূলে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী। এরই মধ্যে বেশ কিছু এলাকায় জঙ্গিবিরোধী অভিযানও চালিয়েছে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। গত ১ জুলাই গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় পুলিশের দুজন কর্মকর্তাও নিহত হন। পরে পুলিশের পাল্টা অভিযানে নিহত হয় এক সন্দেহভাজনসহ ৬ জঙ্গি। পরে হামলায় জড়িত সন্দেহে আটক করা হয় ঘটনাস্থলে থাকা তাহমিদ ও হাসনাতকে।
০৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম