নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস হয়তো বেঁচে যাবেন ঠিক এমনটাই জানিয়েছেন স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা বলেছে, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে।
আজ শনিবার দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার সিলেটে প্রকাশ্যে ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম প্রেমে প্রত্যাখাত হয়ে তার সাবেক ছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন । তার মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এরই মধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।
৮ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর