নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্বজনরা। আজ শনিবার আল আমিন রোডের একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের। তার নাম সুমাইয়া ইসলাম তামিরা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।
আজ বেলা ১১টার দিকে তামিরাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার মা সালমা বেগম জানান, ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে তিনি দেখতে পান তামিরা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস