শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৬:০০:১১

গাজীপুর কমান্ডো অভিযান: ১১ জন জঙ্গি খতম

গাজীপুর কমান্ডো অভিযান: ১১ জন জঙ্গি খতম

নিউজ ডেস্ক: গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় নিকেশ করা হল নব্য জেএমবি (জামাত উল মুজাহিদিন) প্রধান আকাশকে। একই সঙ্গে খতম করা হয়েছে মোট ১১ জঙ্গিকে। জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শারদোৎসবের মাঝেই নাশকতার ছক বানচাল করল র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান নব্য জেএমবি প্রধান আকাশকে শেষ করা বড়সড় সাফল্য।  সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার দাবি সংস্থাটির। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে

শনিবার সকাল থেকেই ঢাকার কাছে গাজীপুরে জঙ্গি ডেরায় অভিযান চালায় র‌্যাব। সেখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে লুকিয়ে ছিল নব্য জেএমবি জঙ্গিরা। বাড়িটি ঘিরে নেয় কমান্ডোরা। এরপরেই জঙ্গি-কমান্ডো গুলির লড়াই শুরু হয়। বিকেলের পর অভিযান শেষ হয়েছে। ওই বাড়ি থেকে ৭ জঙ্গির মৃতদেহ উদ্ধার কার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একে ২২ ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র।

গাজীপুরে অভিযান চালানোর পাশাপাশি আরও একটি জঙ্গি ডেরায় অভিযান চালানো হয়৷ এখানে গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে। সবমিলে মোট ৯ নব্য জেএমবি জঙ্গিকে শেষ করেছে কমান্ডোরা। অন্যদিকে টাঙ্গাইলেও জঙ্গি ডেরায় অভিযান চালানো হয়। এখানেও গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে