শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৮:০৫:৪১

নিহত ১১ জঙ্গির মধ্যে তিন জঙ্গির পরিচয় পাওয়া গেছে

নিহত ১১ জঙ্গির মধ্যে তিন জঙ্গির পরিচয় পাওয়া গেছে

নিউজ ডেস্ক: গাজীপুর ও টাঙ্গাইলে আইনশৃংখলা বাহিনীর অভিযানে শনিবার নিহত ১১ জঙ্গির মধ্যে তিন জঙ্গির প্রাাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলো- নিউ জেএমবির সামরিক কমান্ডার আকাশ, জঙ্গি সদস্য রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম।
 
এদের মধ্যে আকাশ নিহত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের নুয়াগাঁও পাতারটেকের অভিযানে। গাজীপুরের হাড়িনালে জঙ্গি আস্তানায় নিহত হয়েছে রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম।
 
তবে তাদের পরিচয়ের বিষয়টি এখনও যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, হাড়িনালের ওই বাড়ি থেকে একটি একে-২২, একটি নাইন এমএম পিস্তল এবং গুলিসহ আরও কিছু দ্রব্য উদ্ধার করা হয়েছে ।
 
মুফতি মাহমুদ জানান, বাড়ির মালিক আতাউর রহমানের কাছে থাকা ভাড়াটিয়া তথ্য  অনুযায়ী নিহতরা হচ্ছে রাশেদ মিয়া এবং তৌহিদুল ইসলাম। তাদের বাড়ি নরসিংদীতে। তাদের এ পরিচয় সঠিক কিনা সে ব্যাপারে অধিকতর খোঁজ-খবর নেয়া হচ্ছে।
 
বাড়িওয়ালার বরাত দিয়ে তিনি জানান,  রাশেদ মিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে পরীক্ষা দিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
 
নিহত আতাউর রহমান গাজীপুরের জয়দেবপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) এর ছাত্র ছিল বলে জানিয়েছে র‌্যাব।
গোপন সূত্রের খবরে ভোর থেকে হাড়িনালের ওই বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব।
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে