শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ১০:৪০:৫৬

বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি, আন্দোলন অব্যাহত

বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি, আন্দোলন অব্যাহত

নিউজ ডেস্ক: সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

শনিবার নগরী ও এর আশপাশ এলাকায় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে বক্তারা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

এদিকে  বিকেলে শহরতলির তেমুখিতে হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে সমাবেশ করে সিলেট সদর উপজেলার সচেতন সমাজ। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, খাদিজা বেগমের বাবা মাসুক মিয়া বক্তব্য রাখেন।

সমাবেশে খাদিজার বাবা মাসুক মিয়া তার মেয়ের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, ‘আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে যেন এমন বর্বরতার শিকার না হতে হয়।’

বিকেলে সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে সমাবেশ মঞ্চে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা ও কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক। ওই সময় মঞ্চের সামনে বসা কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা কয়েকটি চেয়ারও ভাংচুর করে। আহত হন একজন।

কারাগারে বদরুল দেখতে যায়নি কেউ : সিলেট কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাজনিত কারণে বদরুলকে আলাদা কক্ষে রাখা হয়েছে। পরিবারের কেউই এখন পর্যন্ত তাকে দেখতে যায়নি। এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করার কোনো আবেদনও জমা পড়েনি বলে কারা সূত্র জানিয়েছে।

সিলেট মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। গত সোমবার পরীক্ষা দিতে তিনি সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। মঙ্গলবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর খাজিদাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে