রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৯:৪০:১৩

সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।

এর আগে আজ রবিবার সকালে হাবিব-উন নবী খান সোহেল ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন। আদালত ৪০ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোহেলের আইনজীবী সানাউল্লা মিয়া বলেছিলেন, নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে