নিউজ ডেস্ক: ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে রবিবার বাংলাদেশ সচিবালয়ে এক মহড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার ও সচেতনতামূলক এই দুইটা পর্যায়ে এই মহড়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এই তথ্য জানান। এই মহড়াকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।
শাহ কামাল গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। তবে ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা ও মহররমের ছুটি থাকার কারণে বাংলাদেশ দিবসটি পালন করছে ৯ অক্টোবর রবিবার। দিবসটি পালন উপলক্ষেই এ দিন সচিবালয়ে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল থেকেই সচিবালয়ে এ সংক্রান্ত ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি কর্মকর্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম