নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত সন্দেহভাজন তিন নারী জঙ্গিকে রবিবার আদালতে হাজির করা হচ্ছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার এহসানুল হক একথা জানিয়েছেন।
রবিবার বলেন, জঙ্গি আস্তানার বিষয়ে আরও তথ্য জানতে তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হবে। দুপুরের পরে তাদের আদালতে হাজির করা হবে।
এর আগে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকৎসাধীন থাকা ওই তিন নারী জঙ্গিকে পুলিশ তাদের হেফাজতে নেয়।
আজিমপুরে ১০ সেপ্টেম্বর রাতে অভিযান চালায় সিটিটিসি। এতে জঙ্গি তানভীর কাদেরী নিহত হয় এবং তিনটি শিশুসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।
আটক তিনজনের একজন গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফজান ওরফে প্রিয়তি। আরেক নারী জঙ্গি হচ্ছে শায়লা আফরিন। তার বাড়ি রাজধানীতেই। আরেক নারী জঙ্গির নাম শারমিন।
আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া জঙ্গিদের তিন শিশু সন্তানকেই তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম