নিউজ ডেস্ক : উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের সপ্তম দিনে আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী রোড ও লেন এলাকার বাসিন্দারা কার্ড পাবেন। এ ছাড়া উত্তর সিটি করপোরেশনের উত্তরা ১ নম্বর ওয়ার্ডের উত্তরা মডেল টাউন সেক্টর-৬ এ কার্ড বিতরণ করা হবে।
গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ। রাজধানীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কয়েকটি স্থানে বিতরণ করা হচ্ছে স্মার্ট কার্ড।
প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম