নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৪৪ শতাংশ। বিস্তারিত ফলাফল রবিবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে প্রথম শ্রেণি পেয়েছেন ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং ৩য় শ্রেণিতে ৩২৫২ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোনও মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>mf<space>ROll লিখে ১৬২২২ নম্বরে send করে ফল জানা যাবে।
প্রসঙ্গত, ৩০টি বিষয়ে সারাদেশের ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট ১১৪ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম