সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ০৫:৪৮:২৫

সচিবালয়ে লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা

সচিবালয়ে লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা

নিউজ ডেস্ক: সচিবালয়ে লিফটে আটকা পড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রায় আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কয়েক মাস আগে লিফটি বসানো হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল জানান, মন্ত্রীর লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে তারা আসেন। তৃতীয় তলায় লিফটের গেইট ভেঙে তারা মন্ত্রীকে বের করেন। মন্ত্রীর সঙ্গে লিফটম্যানসহ মোট সাতজন আটকা পড়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফট আটকে গিয়েছিল বলে ধারণা করছি।

প্রতক্ষদর্শী একজন কর্মকর্তা জানান, সোমবার বিকেল ৪টার আগে সচিবালয়ের নিজের দফতর থেকে বের হয়ে লিফটে ওঠেন নাসিম। চারতলা থেকে তিন তলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তাদের সঙ্গে পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আসা অন্যরাও যোগ দেন।

আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে মন্ত্রীসহ সবাইকে বের করা হয় বলে ওই কর্মকর্তা জানান। সচিবালয়ে মন্ত্রীকে লিফট থেকে উদ্ধারের ছবি মোবাইলে ধারণ করায় এক প্রতিবেদকের ফোন কেড়ে নেয় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য। পরে পুলিশের উপস্থিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী ছবি ডিলিট করে ফোন ফেরত দেন।

ছবি ডিলিট করার যুক্তি দেখিয়ে পরীক্ষিৎ বলেন, “মন্ত্রী মহোদয় হার্টের রোগী, ওইসময় এ ধরনের ছবি তোলা ঠিক হয়নি। নিউজ করেন তাতে অসুবিধা নেই। কারা এই লিফট স্থাপন করেছে তা নিয়েও লেখেন।”

ওই লিফট কয়েক মাস আগে বসানো হয়েছে বলে জানা গেলেও কারা এর দায়িত্বে ছিল, তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা সে তথ্য জানাতে পারেননি।-বিডিনিউজ
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে