নিউজ ডেস্ক: নরসিংদীতে বাড়িতে ঢুকে জমিলা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী মতিউর রহমান (৫৫)।
তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনার কোন প্রত্যক্ষদর্শী না থাকলেও ছেলের হামলায় মা নিহত ও বাবা আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
সোমবার বিকেলে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলশীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, হামলার খবর পেয়ে তুলশীপুর গ্রামের বাড়িতে ঢুকে গৃহবধূ জমিলা খাতুনকে নিহত অবস্থায় পাওয়া যায়।
এসময় এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় স্বামী মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।
শেখেরচর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নরসিংদী শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ির সামনে থেকে জমিলা বেগমের লাশ উদ্ধার করি এবং এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় স্বামী মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে ছোট ছেলে শরিফ এর নাম এসেছে।
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস