সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ১০:২৭:১৩

আমাকে ঝুঁকি ভাতা দেওয়া হোক : নাসিম

আমাকে ঝুঁকি ভাতা দেওয়া হোক : নাসিম

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে। আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।-কালোরকণ্ঠ
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে