নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সাফল্য কামনা করেন।
টিউলিপ ছায়া শিক্ষামন্ত্রী এ্যাঞ্জেলা রেনার-এর চার সদস্যের টিমে ‘শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন’ হিসেবে যোগদান করবেন।
আজ টিউলিপ টুইট করেন, ‘এ্যাঞ্জেলা রেনারের শ্যাডো এডুকেশন টিমের যোগ দিয়ে আনন্দিত- আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করব।’
উল্লেখ্য, জেরেমি করবিন লেবার পার্টির নেতা পুনঃনির্বাচিত হওয়ার পর টিউলিপ ছায়া মন্ত্রিসভায় নিয়োগ পেলেন। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস