শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৯:৩১:৪০

‘চীনের সঙ্গে ভেবেচিন্তে চুক্তি করুন’

‘চীনের সঙ্গে ভেবেচিন্তে চুক্তি করুন’

নিউজ ডেস্ক: চীন আমাদের উন্নয়নের একটি বড় অংশীদার। তাদের সঙ্গে আমাদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। এটি খুবই আশাব্যঞ্জক। তবে অবশ্য আমাদেরকে স্বার্থের বিষয়টি মাথায় রাখতে হবে। তাই চীনের সঙ্গে চুক্তি করার আগে সতর্কভাবে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখার সময় সমকাল সম্পাদক এ কথা বলেন।

তিন দশক পর চীনা রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর ঢাকা সফর নিয়ে এরই মধ্যে নানা আশাবাদের খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। শুক্রবার ও শনিবার শি জিনপিং এর সফরে ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে এই সফরে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো খাতে চার হাজার কোটি ডলারের ঋণচুক্তি হতে পারে। বাংলাদেশ এর আগে কখনো কোনো দেশ বা সংস্থার সঙ্গে এই পরিমাণ ঋণচুক্তি করেনি।

সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি এখন বড় হয়েছে। আরো বড় করতে এখন আর ছোট পরিসরে প্রকল্প নিলে চলে না। মেগা প্রকল্পের জন্য দরকার বিপুল পরিমাণ টাকা। সেই বিবেচনায় চীনা নেতার সফর খুবই গুরুত্বপূর্ণ সরকারের জন্য।

গোলাম সারওয়ারও মনে করেন, জিনপিং এর বাংলাদেশ সফর বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তিনি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট আসছে। এটা আমাদের জন্য একটি বড় খবর। অনেক বিষয়ে দেশটির প্রধানের সঙ্গে আমাদের চুক্তি হবে। সেই চুক্তির বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে।’

সমকাল সম্পাদক বলেন, ‘তারা (চীন) আমাদের দেশে বিনিয়োগ করবে। আমরা এতে উপকৃত হবো। তবে উপকারের চেয়ে যেন বেশি ক্ষতিগ্রস্ত না হই, সেটিও ভাবতে হবে।’

গোলাম সারওয়ার বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এই দেশে অনেক দেশই ব্যবসা করতে চায়। চীনও তার ব্যতিক্রম নয়। তবে ঋণচুক্তি বা উন্নয়নমূলক চুক্তির ক্ষেত্রে আমাদেরকে ভেবেচিন্তে পা বাড়াতে হবে।’
১৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে