রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৯:০০:০২

১২ জন পুলিশ কর্মকর্তা রদবদল

১২ জন পুলিশ কর্মকর্তা রদবদল

ঢাকা:বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে ১২ জন কর্মকর্তাকে বদবদল করা হয়েছে।
 
রোববার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের পুলিশ-১ শাখার  সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 
অফিস আদেশে বলা হয়- পুলিশ সদর দফতরের ডিআইজি মো. আতিকুল ইসলামকে ডিআইজি হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ডিআইজি এসবি, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ডিআইজি বরিশাল রেঞ্জ, এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে অতিরিক্ত ডিআইজি পিবিআই, পিবিআই এর অতিরিক্ত ডিআইজি মোহা. আবুল কালাম আজাদকে অতিরিক্ত পুলিশ কমিশনার(অতিরিক্ত ডিআইজি) বরিশাল, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলমকে কমান্ড্যান্ট ( অতিরিক্ত ডিআইজি ) পিটিসি রংপুর, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট ( চলতি দায়িত্বে) শেখ ওমর ফারুককে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি চলতি দায়িত্বে) পিটিসি খুলনা, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াকে অতিরিক্ত ডিআইজি সিআইডি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে অতিরিক্ত ডিআইজি পুলিশ সদর দফতর, বাংলাদেশ পুলিশ একাডেমী সরদা রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ, পিটিসি খুলনা’র কমান্ড্যান্ট ( অতিরিক্ত ডিআইজি) মো. বখতিয়ার আলমকে অতিরিক্ত ডিআইজি সারদা রাজশাহী ও বিএমপি বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত ডিআইজি (পিবিআই) হিসেবে বদলি করা হয়েছে।
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে