শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১২:৫৫:২০

উত্তেজনা তুঙ্গে, সৈয়দ আশরাফের বাসায় সোহেল তাজ

উত্তেজনা তুঙ্গে, সৈয়দ আশরাফের বাসায় সোহেল তাজ

নিউজ ডেস্ক : আগামী শনিবার থেকে শুরু হওয়া আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল ঘিরে এক উত্তেজনা তুঙ্গে। ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দুইদিন আগে ক্ষমতাসীন দলটির বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাড়িতে আকস্মিকভাবে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজকে।

বৃহস্পতিবার দুপুরে ২১, বেইলি রোডের সৈয়দ আশরাফের সরকারি বাড়িতে বৃহস্পতিবার ঢুকতে দেখা গেছে সোহলে তাজকে। তিনি কয়েক ঘণ্টা সেখানে ছিলেন।

সোহেল তাজ বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর বাড়ি গণভবনে যান। প্রায় পৌনে এক ঘণ্টা পর তিনি বেরিয়ে নিজের বাসায় ফেরেন বলে তার ঘনিষ্ঠরা জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের সঙ্গে কী নিয়ে আলোচনা করেছিলেন, তা জানা যায়নি।

সংসদ সদস‌্য সোহেল তাজকে ২০০৯ সালের সরকারে প্রতিমন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। তবে কিছু দিন পর তিনি পদত‌্যাগ করেন। গাজীপুরে তার আসনে এখন সংসদ সদস‌্য তার বোন সিমিন হোসেন রিমি।

আগামী শনিবার থেকে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল শুরু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের এই সম্মেলন ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন সোহলে তাজ। এই সম্মেলনের মাধ্যমে আবার কি সক্রিয় হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ? তিনি কি স্থান পাচ্ছেন ক্ষমতাসীন দলের নির্বাহী কমিটিতে।

আওয়ামী লীগের নেতারা বলছেন, এবারের সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকজন নতুন নেতৃত্বকে দায়িত্বে নিয়ে আসবে দল। তবে তাদেরই আনা হবে, যারা অতীতে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু যারা অতীতে রাজনীতিতে ছিলেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিতে সক্রিয় নন, তাদের দায়িত্বে আসার সম্ভবনা খুবই কম।

আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘জোট সরকারের সময় সরকারবিরোধী সব আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন সোহেল তাজ। এরপর দল ক্ষমতায় আসার পর তার মূল্যায়নও করেন জননেত্রী শেখ হাসিনা। কোন বিশেষ কারণে সোহেল তাজ পদত্যাগ করলেন সেটা আজও জানি না। কিন্তু সম্মেলনকে ঘিরে তার আসার গুঞ্জন শোনা গেলেও দলীয় কোনো পদে আসার সম্ভাবনা নেই বললেই চলে।’

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে