শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫৯:২০

উন্নয়নের নামে রডের বদলে বাশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিলো আ.লীগ: জামায়াতে আমীর

উন্নয়নের নামে রডের বদলে বাশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিলো আ.লীগ: জামায়াতে আমীর

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান আরও বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিলো আওয়ামী লীগ সরকার। তারা বলেছিলো গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে