মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১২:৩১:৫৫

আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন যিনি

আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন যিনি

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ কথা জানান।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. মৃনাল কান্তি দাস। সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সী, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল, শিল্প-বাণিজ্য সম্পাদক আব্দুছ ছাত্তার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া।

আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে জানান ওবায়দুল কাদের।-বাংলাদেশ প্রতিদিন
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে