নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সম্মেলনের পর জাতি আশান্বিত হওয়া দূরে থাক, দলটির নেতাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক স্বৈরশাসনেরই প্রতিফলন ঘটেছে, মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেছেন।
রিজভী এসময় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর ‘বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না, যে করেই হোক আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে’ এমন বক্তব্যকে উদ্ধৃত করে রিজভী বলেন, ‘আগামী নির্বাচনের পরিণতি কি ভয়াবহ রূপ নেবে, প্রধানমন্ত্রীর এ বক্তব্য তারই ইঙ্গিতবাহী। তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে জবর দখলকারীর ভূমিকাই পালন করবে।’
রিজভী বলেন, ‘মানুষের প্রত্যাশা ছিল, কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি হারানো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে। কিন্তু আওয়ামী লীগের নব নিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তার নেত্রীর পথেই হাঁটছেন। ’
বিএনপির এ নেতা বলেন, ‘৫ জানুয়ারির একতরফা প্রহসনের নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ মেনে নেয়নি। সারা বিশ্ব এ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। আবারও দলীয় অনুগত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলে তাতে শেখ হাসিনারই অশুভ ইচ্ছা পূরণ হবে, কিন্তু গণতন্ত্র ও নির্বাচনের ঠিকানা হবে আজিমপুর গোরস্থান।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি