বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ১২:৪৯:৩২

ঘূর্ণিঝড় কায়ান্টা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় কায়ান্টা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কায়ান্ট এর বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ বুধবার সকালে  জানান, ‘এটি আগামী শনিবার নাগাদ ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি তেমন শক্তিশালী নয়। ভারতের উপকূলের দিকে এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। উপকূলে আঘাত হানার আগে এটি আরও দুর্বল হয়ে যাবে। কায়ান্ট-এর প্রভাবে আমাদের কিছু কিছু উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি.মি. যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কায়ান্ট এর কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাড়ে ৮টার বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় অল্প অল্প করে আরও কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। এরপর এটি দুর্বল হতে থাকবে। শনিবার দুর্বল অবস্থায় উপকূলে আঘাত হেনে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে