সোহেল তালুকদার : একাধিক দেশ সতর্কতা জারি করলেও বাংলাদেশে বাস করা অনেক বিদেশীই এদেশকে আগের মতোই নিরাপদ মনে করছেন। এ তালিকায় যেমন আছেন খ্রিস্টান মিশনারি তেমনই আছেন প্রকৌশলী। তালিকায় যেমন আছেন মুসলিম মালয়েশিয়ার নাগরিক, তেমনই আছেন কমিউনিস্ট চীনের মানুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া
দুই বিদেশী নাগরিক হত্যা ঘটনায় বাংলাদেশে বিদেশী নাগরিকদের নিরাপত্তার ইস্যুটি এখন সর্বত্র আলোচিত।
বাংলাদেশে বিদেশী নাগরিকদের নিরাপত্তা শঙ্কায় বিভিন্ন দেশ যখন বাংলাদেশ ভ্রমণে রেড এ্যালার্ট জারি করছে, তখন টাঙ্গাইলে অবস্থানরত বিদেশী নাগরিকরা বলেছেন, তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে কোনো উৎকন্ঠা নেই। আগের মতোই তারা ফুরফুরে মেজাজেই অবাধে চলাফেরা করছেন।
গত ৬০ বছর ধরে পীরগাছায় খ্রিষ্টান মিশনারির দায়িত্বে আছেন ফাদার হুমরিক। এদেশকে আপন করে নেওয়া হুমরিক প্রতিবেদককে বলেন: দীর্ঘ ৬০ বছর হলো এ দেশে আছি। কখনো নিজেকে বাইরের নাগরিক মনে হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সহযোগিতা দেয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার লোক বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে।
ফাদার হুমরিকের মতো টাঙ্গাইল জেলায় অবস্থান করছেন ছয় দেশের ৩৯ জন নাগরিক। বিভিন্ন পেশায় তারা সাফল্যের সঙ্গেই কাজ করছেন।
এদের মধ্যে ভূঞাপুরের বঙ্গবন্ধু ব্রিজ এলাকায় এমসিসিসি-এসইএল-ইউডিসি কোম্পানিতে টোল অপারেশন ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন ইউশ্রী বিন ইউসুফ। জাতিতে মালয়েশিয়ান নাগরিক। একই স্থানে বঙ্গবন্ধু ব্রিজ অথরিটিতে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন চীনা নাগরিক পিএনজিও ওরফে সাও।
আর বঙ্গবন্ধু ব্রিজের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিতে (সিসিসিসি) প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত চীনা নাগরিক সু ইয়াংচু তো বাংলাদেশকে নিজের দেশই বানিয়ে নিয়েছেন। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা মোটেও ভীত নই, হুমকিতেও নাই। এখানকার সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের নিরাপত্তায় আমরা খুব খুশি।
দীর্ঘ চার বছর ধরে এখানে কর্মরত। বাংলাদেশকে আমার নিজের দেশ বলেই মনে হয়।
তার নেতৃত্বে এখানে আরও ২৭ জন চীনা নাগরিক চার বছর ধরে কর্মরত আছেন। নিরাপত্তা নিয়ে কেউই উৎকণ্ঠিত নন।
কালিহাতীর এলেঙ্গাতে তিতাস গ্যাস কোম্পানিতে মি লী এবং হেন নামে দুই সাউথ কোরিয়ার নাগরিক কর্মরত। ঘাটাইল উপজেলার সাগরদীঘি মুরগী ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান (সিপিতে) কর্মরত আছেন থাথা নান নাইওয়ান নামে এক থাইল্যান্ডের নাগরিক। এছাড়া একই এলাকায় একটি তেল কোম্পানিতে এক মাসের ভিসার মেয়াদে কর্মরত আছেন ভারতীয় ৭ নাগরিক।
তারা সকলেই বলেছেন, তারা খুব ভালো আছেন।
বিদেশীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.মাহবুব হোসেন বলেন, জেলায় অবস্থানরত সকল বিদেশী নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক রয়েছি।
পাশাপাশি তাদের বিনা কারণে একা কর্মস্থলের বাইরে চলাচল না করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে যেতে হলে প্রশাসনের সহযোগিতা নিতে বলা হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, বলেও জানান জেলা প্রশাসক।-চ্যানেলআই
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে