বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০২:১৫:২৬

দৃশ্যটি নিউইয়র্কের নয়, রাজধানীর পরীবাগের !

দৃশ্যটি নিউইয়র্কের নয়, রাজধানীর পরীবাগের !

ঢাকা : রাজধানীর পরীবাগে একটি বহুতল ভবনের কার পার্কিং থেকে একটি প্রাইভেট কার বাইরে প্রায় ছিটকে পড়তে যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে কারটি নিচে পড়েনি, না হলে কারের অবস্থা যে কি হতো আর নিচে দাঁড়ানো মানুষগুলোর যে কি অবস্থা হতো তা সহজে অনুমান করা যাচ্ছে। কারের এমন ছবি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রাজধানীর পরীবাগে বাড়ি নম্বর ১/এফ দোতলায় থাকা গ্যারেজে থাকা গাড়িগুলোর একটি হঠাৎ করে পেছন দিকে যেতে যেতে গ্যারেজের বাইরে বের হয়ে আসে।

যেনো বদ্ধ ঘরে আর না থেকে রাস্তাটাকে দেখার জন্য বিদ্রোহ প্রকাশ করছে গাড়িটি। আশেপাশের লোকজনের মন্তব্য হয়তো ব্রেক ফেল করার কারণেই এভাবে নিয়ন্ত্রণহীনভাবে পেছনে এসে তারের দেয়াল ভেঙে বেরিয়েছে গাড়িটি।

দৃশ্যটি নিউইয়র্কের নয়, রাজধানীর পরীবাগের
ছবিগুলো পোস্ট করার সময় রুমি নোমান নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'পরিবাগে সকাল বেলার কাণ্ড। নিউ ইয়র্কে নই তো আমি?' দোতলার কার পার্কিং জোন থেকে পার্কিংয়ের সময় সাদা রঙের প্রাইভেট কারটি লোহার রেলিং ভেঙে বাইরে ঝুলে পড়ে। ড্রাইভার দোতলার এই পার্কিংয়ের স্থানে গাড়ি পার্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে তা লোহার রেলিং ভেঙে বাইরে ঝুলে পড়ে। একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে।
দৃশ্যটি নিউইয়র্কের নয়, রাজধানীর পরীবাগের ঘটনার পর কৌতুহলী জনগণ ভিড় জমিয়েছে এই দুর্লভ দৃশ্য দেখার জন্য।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে