নিউজ ডেস্ক : সম্প্রতি ইতালির নাগরিক সিজার তাভেল্লা হত্যাকাণ্ড র্যাবের অভিযানে নিহত সারোয়ার জাহানকে কথিত জঙ্গি সংগঠন 'নব্য জেএমবি'র প্রধান বলে র্যাব দাবি করলেও তা নাকচ করে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর দুই সংস্থা- র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষে দেওয়া দুরকম বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা চলছে। এরমধ্যেই নিজেদের অবস্থানে অনড় থেকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আমি যা বলেছি, তথ্যপ্রমাণ নিয়েই বলেছি। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।’ র্যাব প্রধান বলেন, ‘আমি কোনও পাল্টা মন্তব্য করব না। ও ফাঁদে পা দিতে পারে, কিন্তু আমি কোনও ফাঁদে পা দেব না। মনিরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
র্যাব সম্প্রতি আশুলিয়ায় নিহত সারোয়ার জাহানকে 'নব্য জেএমবির' প্রধান বলে দাবি করে। কিন্তু ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "তার নাম আমাদের কাছে এসেছে তামিমের ইমিডিয়েট পরের নেতা হিসেবে"। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারওয়ার জাহানকে তৃতীয় সারির নেতা বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, "আমি সাক্ষাৎকার শুনিনি। আমার ধারণা উনি এটা বলেননি। বিচারাধীন কোনও বিষয়ে কোন দায়িত্বশীল কর্মকর্তা এমন মন্তব্য করেত পারেন না"।
মনিরুল ইসলামের এই বক্তব্যের পর সরকারের উচ্চ পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ তার বক্তব্যের স্বপক্ষে তথ্য-প্রমাণাদি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাত করেন। এসময় সচিবালয়ে সাংবাদিক বেনজীর আহমেদের কাছে সম্প্রতি সৃষ্ট বিভ্রান্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনও পাল্টা মন্তব্য করব না। আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি কোনও ফাঁদে পা দিতে চাই না। মনিরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, 'ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি