নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন যাচ্ছেন। আগামীকাল শুক্রবার পারিবারিক ও ব্যক্তিগতকাজে সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার ১৫ দিনের ছুটিও অনুমোদন করেছেন।
সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন জনপ্রশাসনমন্ত্রী। প্রধানমন্ত্রী ওই আবেদন মঞ্জুর করায় আগামীকাল লন্ডন যাচ্ছেন তিনি।
আগামীকাল সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসছে। সকালেই দেশত্যাগ করায় ওই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না। সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী ও একমাত্র কন্যা লন্ডনে থাকেন।
সৈয়দ আশরাফের লন্ডন প্রবাসী স্ত্রী অসুস্থ। তাকে দেখতে যাবেন তিনি। গত সোমবার সৈয়দ আশরাফ যুক্তরাজ্য যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন জমা দিয়েছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য, গতকাল রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। তিনি সৈয়দ আশরাফের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। এই সম্মেলনেই সৈয়দ আশরাফ দলের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। তিনি সরকারের জনপ্রসাশন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি