আনোয়ার আলদীন : লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে কবে ফিরবেন তা নিশ্চিত নয়। ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিএনপির কোনো নেতাও জানেন না। তার দুটি চোখের চিকিৎসা চলছে। লন্ডন বিএনপির একটি সূত্র জানায়, চোখের চিকিৎসার পর খালেদা জিয়ার পায়ের চিকিৎসা শুরু হবে। পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন অনেকদিন ধরে।
এর চিকিৎসায় আরো সময় লাগবে। এ কারণে দেশে ফিরতে বেশ বিলম্ব হবে। ফলে ফেরার তারিখ চূড়ান্ত করা হচ্ছে না। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, দেশে ফেরাটা মূলত চিকিৎসকের পরামর্শের ওপরই নির্ভর করছে। এনিয়ে বিভ্রান্তি তৈরির কোনো অবকাশ নেই।
এদিকে বেগম জিয়ার লন্ডন অবস্থানকালে দল পরিচালনার জন্য কোন নেতাকে দায়িত্ব দেননি তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অফিসিয়াল কার্যক্রম তদারকি করছেন। বেগম জিয়া দেশে না থাকায় নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে বলে জান গেছে।
এরমধ্যে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করছেন, দল পুনর্গঠনের কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার পর গত কয়েকদিন সরকার তা বাধাগ্রস্ত করতে সারাদেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। নেতা-কর্মীদের গ্রেফতার ও হামলা-মামলা করছে।
তারা অভিযোগ করে বলেন, নতুন নির্বাচনের দাবিতে চলতি বছরের শুরুর দিকে আন্দোলন কর্মসূচি চলাকালীন দেশজুড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ২০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। আন্দোলন থেমে যাওয়ার পরে কিছু দিন গ্রেফতার অভিযান কম থাকলেও গত কয়েক দিন ধরে তা ব্যাপকতা লাভ করেছে। এর মধ্যে দু’জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বিএনপি এতে জড়িত বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষাপটে খালেদা জিয়া দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে লন্ডন থেকে কথা বলেছেন বলে জানা গেছে।
দায়িত্বশীল সুত্রটি জানায়, বেগম জিয়া নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো নয়। সব পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। কোন উস্কানিতে পা দেয়া যাবে না।
বেগম জিয়া বলেছেন, বিএনপির প্রতিটি ইউনিটকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা যে কোন মূল্যে বাস্তবায়ন করতে হবে। মামলা-হামলা উপেক্ষা করে পুনর্গঠন সম্পন্ন করতে হবে। তিনি বলেছেন, দলে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং একটি সুপরিকল্পিত আন্দোলনের কাঠামো তৈরিতে মনোযোগী হতে হবে।
দলের স্থায়ী কমিটির একজন সদস্য প্রতিবেদককে বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা মাঠ নেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন, ম্যাডাম যতদ্রুত সম্ভব সারাদেশের পুনর্গঠন সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।
ঐ নেতা জানান, বেগম জিয়াকে প্রতিদিনই দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান হচ্ছে। দলের একটি উইং প্রতিদিনের পত্রিকা কাটিং এবং টেলিভিশনের গুরুত্বপূর্ণ খবরের ফুটেজ সংগ্রহ করে তা অনলাইনে লন্ডন পাঠাচ্ছে।
তিনি বলেন, বেগম জিয়াকে জানান হয়েছে যে, দল পুনর্গঠনে সরকার বাধা সৃষ্টি করছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, চেয়ারপার্সনের নির্দেশনা মোতাবেক আমরা পুনর্গঠন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।-ইত্তেফাক
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে