নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নবনির্বাচিত সদস্যদের প্রথম সভা আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়।
রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য নির্বাচন করা হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় দলের আগামী দিনের কর্মপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে। এছাড়া নতুন কার্যনির্বাহী সংসদের বাকি সদস্যদের নামের তালিকাও চূড়ান্ত করা হবে।
গত রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। গত ২৩ অক্টোবর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর ১৬ সদস্য নির্বাচিত হন। দলের ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর বাকি তিন জনের নাম পরবর্তী সময়ে ঘোষণার জন্য রাখা হয়েছে।
সম্মেলনে সম্পাদকমণ্ডলীর মধ্যে ৪ যুগ্ম-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত নেতার নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের পর দিন ২৪ অক্টোবর সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। দলের ৩৪ সদস্যের সম্পাদকমণ্ডলীর বাকি ৭টি পদ ঘোষণার অপেক্ষায়। এয়াড়া কার্যনির্বাহী সদস্য ২৮ জন। এ পদগুলোও ফাঁকা রয়েছে। এসব পদে কাকে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ও সভাপতিমণ্ডলীর এ সভায় আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলির সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম