নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সঙ্গে বিশ্বের কাছে আমাদের জাতির সম্মান জড়িয়ে আছে। এই সেতুকে আমরা অতি গুরুত্ব দিয়ে নীরবে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি। এই নিয়ে আমাদের কোনো তোলপাড় নেই।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া সভাকক্ষে সাংবাদিকদের কাছে পদ্মা সেতুর অগ্রগতি সম্পর্কে এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার সোনালি ফসল। এই পদ্মা সেতুর সঙ্গে স্থানীয়দের অনেক ত্যাগ জড়িয়ে আছে। পদ্মা সেতুর ইতিহাসে স্থানীয়দের ত্যাগ সব সময় মিশে থাকবে।’
মন্ত্রী জানান, এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৯ শতাংশ অগ্রগতি হয়েছে। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে সেতুর মূল অবকাঠামো। আগামী তিন মাসের মধ্যে সেতুর মূল পিলারের উপরে স্প্যান স্থাপনের কাজ শুরু হবে বলে জানান তিনি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি