নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। জেলার মিরসরাই উপজেলার কমলদহ বাইপাস এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে।
শনিবার র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ায় পুলিশের সঙ্গে ‘ডাকাত দলের বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় একটি পিস্তল, একটি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত নিহত দুই ডাকাতের পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম