নিউজ ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজধানীতে ফুটপাতে উঠে গেল শুভযাত্রা পরিবহনের একটি গাড়ি। এতে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। তারা হলেন বাবলু হালদার (২৪) ও টেংকু হক (৩৫)। এর মধ্যে বাবুলের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া একথা জানিয়েছেন। ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বাবলু সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় শুভযাত্রা পরিবহনের একটি গাড়ি ফুটপাতের ওপর উঠে যায়। এতে বাবলু ও টেংকু আহত হয়। ঘটনাস্থলে বাবলুর হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপর বাবলুর এক বন্ধু সাইফুল তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাবলুর বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। আজ শনিবার তার চতুর্থ বর্ষের ফর্ম ফিলাপের শেষ দিন ছিল। সেটি করতেই বাবলু ঢাকা কলেজে যাচ্ছিলেন।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম