নিউজ ডেস্ক : আওয়ামী লীগ কখনোই বিরোধীমত সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা এখন ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল কায়েম করছে।’
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার সভা-সমাবেশের জায়গাগুলো সংকুচিত করে ফেলেছে। আমরা যখনই কোনো সভা-সমাবেশের আয়োজন করতে চাই, সরকার তখনই বিধিনিষেধ আরোপ করে। আগে পল্টন ময়দানে, মুক্তাঙ্গনে সভা করা যেত, এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপর আইন করে দিয়েছে যে, সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেই দিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল।’
এই দিবসকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দেবে।’
সরকার বিরোধী দলকে দমনের পথে এগোচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এই অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আবদুস সালাম আজাদ, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম