এমটিনিউজ২৪ ডেস্ক : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ১০৫ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এর আগে দুই দফায় আতপ চাল আমদানি করা হয়।
রোববার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম চালগুলো আমদানি করেছেন।
এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে আতপ চালগুলো দেশে আসে। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।
পঞ্চগড়ের পরিবহণ সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান ও রেজাউল করিম রেজা বলেন, চালের গাড়ি বন্দরে প্রবেশের পর গাড়ি স্বল্পতা দেখা দেয়। এর কারণে আমদানি করা ১০৫ মেট্রিক টন আতপ চালের মধ্যে প্রথম দিন ৬০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বাকি ৪৫ মেট্রিক টন চাল আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।