বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১০:৩২:৩৭

ভাষা মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ভাষা মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা : ভাষা আন্দোলনের রূপকার ও সংগ্রামী আবদুল মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৪ সালের ৮ অক্টোবর পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি দেন এই মহান ব্যক্তি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মহান এ মানুষটি মৃত্যুর আগেই শিক্ষার্থীদের গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে মরণোত্তর দেহ দান করার ঘোষণা দিয়ে যান। আর চক্ষু দান করার ঘোষণা দেন সন্ধানীকে।

১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল মতিন। মহান ভাষা আন্দোলনে মতিন এক অনন্য স্থান অধিকার করে আছেন।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলায় তার অবদান অন্যতম। ১৯৫২ সালে আবদুল মতিনসহ অন্যরা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেন। তারই নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সারা বাংলার জন্য আন্দোলনের নানা কর্মসূচি।

তিনি ছিলেন সর্বদলীয় ইমেজের অধিকারী এক অনন্য ব্যক্তিত্ব। একজন দেশপ্রেমিক হিসেবে সারা জীবনের কর্মকাণ্ডেও দৃষ্টান্ত রেখেছেন তিনি। নতুন প্রজন্ম তার মতো একজন ত্যাগী ও দেশপ্রেমিক মানুষের কাছ থেকে কালে কালে অনুপ্রেরণা খুঁজে নেবে। আবদুল মতিন বেশ কয়েকটি বইও রচনা করেন।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে